বগুড়ার আদমদীঘির সান্তাহারে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪ লিটার দেশীয় চোলাই মদসহ চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে মাদক আইনে মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনী এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে বাঁধন (২৪), সদর ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত বজলুর রশিদের ছেলে আতিকুল ইসলাম (২৩) ও আমজাদ হোসেনের ছেলে রস্তুম হোসেন (২০) এবং ছাতিয়ানগ্রাম ইউনিয়নের চাটখইর গ্রামের আব্দুল লতিফের ছেলে হাবিবুর রহমান (২২)। সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক রকিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে পৌর শহরের পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে৷ এসময় তাদের তল্লাশি করে উল্লেখিত পরিমান ইয়াবা ও দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়েছে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।