বগুড়ার আদমদীঘির সান্তাহারে কষ্টি পাথরের খোদাই করা একটি মূর্তি উদ্ধারসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার একরামুল হক (৫৫) নওগাঁ জেলার পোরশা উপজেলার কালিনগর গ্রামের মিলু মিয়ার ছেলে। সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ- পরিদর্শক রকিব হোসেন জানান, বুধবার রাতে উপজেলার সান্তাহার পৌর শহরের হবির মোড় নামক স্থানে নওগাঁ-বগুড়া মহাসড়কে বিশেষ অভিযানে ফোর্স নিয়ে ডিউটি করছিলাম এসময় নওগাঁ থেকে ছেড়ে আসা ঢাকা গামী বিআরটিসি বাস তল্লাশি করলে একরামুল হক নামের এক যাত্রীকে সন্দেহ হয়। তখন তাকে তল্লাশি করলে তার কাছে থাকা রাঁধা অবয়বের খোদাই করা একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, কষ্টি পাথরের মূর্তিসহ ওই বাস যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়।