জগন্নাথপুর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান পদের উপনির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নৌকা প্রতীকের প্রার্থী মোঃ নূরুল ইসলাম বিজয়ী হয়েছেন।
২৫ শে মে রোজ বৃহস্পতিবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান পদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ নুরুল ইসলাম ২২ হাজার ২ শত ১২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কাপ পিরিচ প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সৈয়দ তালহা আলম ১১ হাজার ২ শত ৩ ভোট পেয়েছেন। বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত খেজুর গাছ প্রতীকের প্রার্থী আব্দুল কাইয়ূম কামালী সিতু ৬ হাজার ১ শত ৪৪, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হারুন রশীদ আনারস প্রতীকে ৪ হাজার ৭ শত ৭৫ ভোট ও জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোঃ আতাউর রহমান ১ হাজার ২ শত ৮৬ ভোট পেয়েছেন। ফলাফল ঘোষণার পর পরই আওয়ামী লীগ নেতাকর্মী বৃন্দ আনন্দ মিছিল করেছেন।
জগন্নাথপুর উপজেলা পরিষদের হলরুমে এই ফলাফল ঘোষণা করেছেন, সুনামগঞ্জ জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ মুরাদ উদ্দিন হাওলাদার।