সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নে এক বৃদ্ধ ফাঁস লেগে মৃত্যুর খবর পাওয়ার গেছে।১৯মে শুক্রবার ভোর সময় মধ্যনগর সদর ইউনিয়নে ৭নং ওয়ার্ডের হরিপুর গ্রামে এঘটনা ঘটে।নিহত ব্যাক্তি ঐগ্রামের মৃত দীরেশ সরকারের পুত্র প্রভাত সরকার(৬৭)।পারিবারিক সূত্রানুযায়ী প্রতিদিনের মতো তার নিজ বসত ঘরে শুইতে যান এবং ভোর সময় নিহতের স্ত্রী স্বামী প্রভাত সরকারকে বিছানায় না দেখতে পেয়ে স্ত্রী রমা রানী খোঁজাখুঁজি করতে থাকেন।এরপর বাড়ির সম্মুখে ছোটভাই সুখময় সরকার(কাচা মনি)র একটি টিনের চালের পাকা ঘরের বারান্দায় বর্গার সাথে সাদা নতুন রশ্মি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।নিহত বৃদ্ধ বয়সী প্রভাত সরকার ছাতক সিমেন্ট কারখানায়(অবঃ)প্রাপ্ত কর্মী ছিলেন।প্রায় ৩বছর পুর্বে স্ট্রোক করে অনেকটা শারীরিক অসুস্থ্য হন।তিনি হরিপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা নারী রমা রানী দাসের স্বামী।এবিষয়ে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল হক বলেন-খবর পেয়ে আমি নিজে পরিদর্শন করি।অনুসন্ধানে আত্মহত্যা বলেই প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।পরিবারের কারো কোন অভিযোগ নেই।এবং ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার সরেজমিনে পরিদর্শনে আসতেছেন।