বটিয়াঘাটা উপজেলার হরিণটানা থানাধীন প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের দখলকৃত জমি জোর করে দখলের অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে । উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম ও হরিণটানা থানা অফিসার ইনচার্জ মোঃ এমদাদুল হকের হস্তক্ষেপে সাময়িক ভাবে বন্ধ হলেও পুনরায় বেদখল হওয়ার আশংকা রয়েছে বলে এলাকার সচেতন মহল দাবি করেছে । ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে স্থানীয় প্রগতি মাধ্যমিক বিদ্যালয় মাঠ চত্বরে । সরেজমিনে গিয়ে দেখা গেছে, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন যাবৎ ধরে বিদ্যালয়ের দখলকৃত মাঠের জমি জোর পূর্বক দখল করে নেয়ার অপচেষ্টা চালাচ্ছে । ইতিপূর্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম খানের হস্তক্ষেপে সাময়িক ভাবে কিছু দিন যাবৎ ধরে দখলবাজেরা সুপ্ত অবস্থায় ছিল । ভূমি সন্ত্রাসীরা গতকাল শুক্রবার সকালে সরকারি ছুটির দিন বেঁচে নিয়ে আবারো পুনরায় দখল করার পাঁয়তারা চালাচ্ছিল । উপজেলা নির্বাহী অফিসার ও হরিণটানা থানা অফিসার ইনচার্জের হস্তক্ষেপে সাময়িক ভাবে বন্ধ হয়েছে । এলাকার অধিকাংশ সচেতন মহল দাবি করছেন,সম্প্রতি বিদ্যালয়ের নিয়োগকে কেন্দ্র করে কমিটির সদস্য জাকির নেতৃত্বে বিদ্যালয়ে মিথ্যা মামলা ও জমি দখলের চেষ্টা করা হচ্ছে । আর এ সবের সহযোগিতা করছে উপজেলা আ’লীগের স্থানীয় এক নেতা । তবে এলাকাবাসীর গণদাবি বিদ্যালয়ের জমি সরকারি সার্ভেয়ার দিয়ে মেপে সীমানা নির্ধারণ করে ভূমি সংক্রান্ত স্থায়ী সমাধান করা । এব্যাপারে এলাকাবাসী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের আশু হস্তক্ষেপ কামনা করেছে ।