জগন্নাথপুর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ তালহা আলম (কাপ পিরিচ প্রতীক) এর সমর্থনে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সৈয়দ তালহা আলম এর সমর্থনে ১৯ শে এপ্রিল রোজ শুক্রবার বাদ আছর স্থানীয় কলকলিয়া বাজার প্রাঙ্গণে কলকলিয়া গ্রামের বিশিষ্ট মুরুব্বী আলহাজ্ব মোঃ মস্তান মিয়া’র সভাপতিত্বে ও এম শাহীনুর রহমান এর পরিচালনায় পথসভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজ সেবক কর্নেল আলী আহমদ, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সৈয়দ তালহা আলম, বিশিষ্ট সমাজ সেবক সাইদুর রহমান চৌধুরী রূপা, বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক সৈয়দ জয়নুল ইসলাম, সহ-সভাপতি সাহিদ মিয়া, জমিয়ত নেতা, আব্দুল মুকিত চৌধুরী, ছাত্র জমিয়ত কেন্দ্রীয় কমিটির সভাপতি নিজামুদ্দিন আল আদনান ও সাধারন সম্পাদক খালেদ মাহমুদ প্রমূখ।
এসময় বিভিন্ন শ্রেনী পেশার দুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।