বগুড়ার আদমদীঘিতে ১৫ পিস নিষিদ্ধ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় নওগাঁ-বগুড়া মহাসড়কে আল শাফি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার সিংগাহার গ্রামের মৃত জালাল মিয়ার ছেলে লাল মিয়া (৪০) ও এমদাদুল সরদারের ছেলে রনি সরদার (২১)।
আদমদীঘি থানার উপ-পরিদর্শক আবু হাসান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় আদমদীঘি ব্রীজ সংলগ্ন এলাকায় নওগাঁ-বগুড়া মহাসড়কে চেকপোস্টে ডিউটিরত অবস্থায় সন্দেহজনক দুই ব্যক্তিকে আটক করা হয়। এরপর তাদের তল্লাশি করলে ১৫ পিস নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করা হয়েছে ।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, মাদক, সন্ত্রাস ও আইন শৃঙ্খলা রক্ষার্থে মহাসড়কে বিশেষ অভিযান চলছে। এসময় সন্দেহজনক দুই ব্যক্তিকে তল্লাশি করলে ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়। পরে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আজ শুক্রবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে ।