মধ্যনগর উপজেলা প্রশাসনের আয়োজনে হাওরে পানি প্রবেশদ্বার উন্মুক্ত করণ ও আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।১৯মে বৃহস্পতিবার দুপুর ১১টা থেকে ১টা পর্যন্ত উপজেলা কনফারেন্স হলে মধ্যনগর পানি উন্নয়ন বোর্ডের তদারকি ও আইন শৃঙ্খলা বিষয়ক কমিটি পৃথকভাবে সংশ্লিষ্ট সদস্যদের পরামর্শ,মতামত,সমস্যা নিরসন ও হাওরে পানি প্রবেশদ্বার,স্লাইস গেইট খুলে দেয়া সহ এলাকার বিভিন্ন গুরুত্বপুর্ণ বিষয়াদি উত্থাপন করা হয়।
জেলার নির্দেশানুযায়ী মধ্যনগর সুমেশ্বরী নদীতে পানি আসতে শুরুরকালে কোন বাঁধ যেন নষ্ট না হয়,অযথা ক্লোজার না করা,বিনা প্রয়োজনে বাঁধ কেটে না দেয়া, জনগুরুত্বপূর্ণ এবং এলাকার সুবিধার্থে সর্বসম্মতিতে স্থান নির্ধারন করা হয়েছে।এছাড়াও অপরিকল্পিতভাবে কেহ পানি উন্নয়ন বোর্ডের নির্মিত বাঁধ কেটে দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।উভয় সভার সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান,সদস্য সচিব পাউবো প্রকৌশলী সানু আহম্মেদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যনগর অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল হক,উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের চেয়ারম্যান নুরনবী তালুকদার,মধ্যনগর সীমান্তের বিজিবি প্রতিনিধি,কৃষক প্রতিনিধি মোবারক হোসেন তালুকদার,আওয়ামীলীগের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক কুতুবউদ্দীন তালুকদার,যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ,যায় যায় দিন প্রতিনিধি এমএ মান্নান,প্রেসক্লাবের সভাপতি আতিক ফারুকী,সাধারণ সম্পাদক অমৃত জ্যোতি,মহিলা যুবলীগের সভাপতি শান্তা চক্রবর্ত্রী,দিনকাল প্রতিনিধি সুরঞ্জন তালুকদার প্রমুখ।