সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা খাদ্য গোদামে খাদ্য বিভাগ ও উপজেলা প্রশাসনের আয়োজনে অভ্যন্তরীণ বোরোধান সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্ভোধন করা হয়েছে।১৭ই মে বুধবার দুপুরে মধ্যনগর খাদ্য গোদামে কৃষকের প্রতিটি কৃষিকার্ড অনুযায়ী ৩টন বোরোধান সংগ্রহের মধ্যদিয়ে মধ্যনগর খাদ্যগোদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা(এলএসডি) রবীন কূর্মী’র সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ১আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, তিনি খাদ্যগোদাম কতৃপক্ষের উদ্যেশ্যে প্রকৃত কৃষকদের ধান গুদামজাত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান একার্যক্রমের তাৎপর্যতা তুলে ধরে লক্ষ্য মাত্রা অর্জনে কৃষকের সহযোগিতা প্রয়োজনীয়তা ব্যাক্ত করেন।ভারপ্রাপ্ত কর্মকর্তা এলএসডি রবীন কূর্মী জানান এগুদামের আওতায় ৫টি ইউনিয়নে কৃষকদের কাছ থেকে বোরোধান সংগ্রহের লক্ষ্যমাত্রা পেয়েছি১হাজার ৩শত৮৭মেট্টিকটন।এবং প্রতিমণ ধানের সরকারী মূল্য ১হাজার ২শত টাকা।আশা করছি ৩১ আগষ্ঠের ভিতরে লক্ষ্যমাত্র অর্জনে সফল হতে পারবো।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মধ্যনগর অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল হক,সাবেক চেয়ারম্যান ফেরদৌসুর রহমান,উপজেলা ধান চাল সংগ্রহ মনিটরিং কমিটির কৃষক প্রতিনিধি গোলাম আজাহারুল ইসলাম,বণিক সমিতির সভাপতি অমরেশ রায় চৌধুরী,যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ,সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকার,যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম খান রনি,পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবল কিরণ তালুকদার প্রমুখ।