দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাই মোটরসাইকেল সহ আন্তঃজেলার চোর চক্রের সক্রিয় ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বুধবার ভোরে গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, সাদুল্লাপুর উপজেলার দড়িতাজপুর গ্রামের মৃত. কফিল উদ্দিনের ছেলে জহুরুল ইসলাম (৩৬), ছোট ছত্রগাছা গ্রামের মৃত. শফিকুল ইসলামের ছেলে সৌরভ ইসলাম (২০), বড় দাউদপুর গ্রামের মৃত. ওয়াহেদ আলীর ছেলে রাজা মিয়া (৪৫), নিচপাড়া গ্রামের মৃত আব্দুল মতিন এর ছেলে আব্দুল্লাহ আল মামুন মিঠু (৫৬)।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ জানান, গতকাল সোমবার সকাল বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে ওষুধ কোম্পানির প্রতিনিধি ইবনে মাসুদ (৪৩) নামে এক ব্যক্তির একটি বাজাজ ডিসকভার ১০০ সিসি কাল রঙের একটি মোটরসাইকেল হারিয়ে যায়। পরে তিনি নবাবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। আজ ভোরে তথ্যপ্রযুক্তির সহায়তায় গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলা এলাকায় অভিযান চালিয়ে সৌরভ এর বাড়ি থেকে চোরাই মোটরসাইকেলটি উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতার সৌরভের স্বীকারোক্তি অনুযায়ী বাকী ৩ জন গ্রেফতার করা হয়। তারা সকলে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরির মামলাও রয়েছে বলেও জানান তিনি। গ্রেফতার আসামীদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন।