বঙ্গবন্ধু কন্যা আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪২ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আদমদীঘিতে পালিত হয়েছে। বুধবার সকালে আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিভিন্ন কর্মসুচীর মধ্যদিয়ে দিবসটি পালন করেন। সকালে উপজেলা সদর দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও বাদ যোহর দোয়া মাহফিল ও দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম সুমন, ও উপজেলাআওয়ামীলীগ নেতা, শহিদুল ইসলাম, রফিকুল ইসলাম, উপজেলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যুবলীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান,সাংগঠনিক সম্পাদক গুলজার মৃধা সহ অন্যান্য নেতৃবর্গ উপস্থিত ছিলেন।