জগন্নাথপুরের পল্লীতে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের বন্ধকের গুলিতে আহত হওয়ার ঘটনায় ৩ জন গ্রেপ্তার। তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দী ইউনিয়ন এর অন্তর্ভুক্ত করিমপুর গ্রাম নিবাসী যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ আনোয়ার হোসেন লেবু মিয়া’র সাথে একই গ্রাম নিবাসী জনি মিয়া’র জায়গা -জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধী চলে আসছে। এরই জের ধরে বিগত ১১ ই মে রোজ বৃহস্পতিবার দিবাগত রাত ১০ ঘটিকার সময় প্রতিপক্ষের ছুঁড়া গুলিতে জনি মিয়া গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তার স্বজনরা তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সে চিকিৎসাধীন আছে।
এই সংবাদ পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থ পরিদর্শন করে এবং ঘটনার সাথে জড়িত একই গ্রাম নিবাসী মজনু মিয়া (৬২),শামীম মিয়া(২৭) ও শামীম আহমদ (৩০) কে আটক করে থানায় নিয়ে আসেন। পরে ১২ ই মে শুক্রবার দিবাগত রাতে জনি মিয়া’র মামা লাল মিয়া বাদী হয়ে আটক তিন জন সহ ৫ জনের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত আসামীদের ১৩ ই মে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।
এবিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন, বর্তমানে ঐ এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। মামলার বাকী আসামীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে।