সুনামগঞ্জের মধ্যনগর সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড এলাকার করুয়াজান গ্রামে গভীর রাতে আগুন লাগার খবর পাওয়া গেছে।পরদিন জেলাপ্রশাসকের তহবিল থেকে নগদ অর্থ সহায়তা পান ঔ গৃহস্থ।
সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য মোঃ নুর আহম্মদ জানান,১১ইমে গভীর রাতে করুয়াজান গ্রামের বৃদ্ধ কৃষক মোঃমনতাজ মিয়া(৭৫)এর গোহাল ঘরে আকস্মিক আগুন লাগে এবং তাৎক্ষণিক গ্রামবাসী নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।তার পরেও একটি ঘর ও সহ বেশ ক্ষতি হয়েছে।আগুনে পুরে ধ্বংস একটি বড় গোহাল সংযুক্ত বাংলাঘর,প্রায় ৬মাসের গোখাদ্য(খড়),লাকড়ী, আসবাব পত্র সহ বিছানাদি।এছাড়াও দুটি গবাদিপশুর গায়ে আগুনের তাপে আহত হয়ে চামড়া উঠে গেছে।
এবিষয়ে মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান বলেন,খবর পেয়ে শুক্রবার দুপুরে পরিদর্শন করি।এবং সুনামগঞ্জ জেলা প্রশাসকের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর সহায়তা হিসেবে নগদ ২০হাজার টাকা অর্থ সহায়তা,তিন বান্ডেল ঢেউটিন ঐ গৃহস্থের বাড়ি পৌছে দেয়া হয়েছে।