বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরে বিভিন্ন কোচিং সেন্টারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। ভ্রাম্যমাণ আদালতে সূত্রে জানা গেছে বুধবার (১০ মে) বিকেল সাড়ে ৫টায় আদমদিঘী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও টুকটুক তালুকদার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত অভিযানে সরকারি নির্দেশ অমান্য করে কোচিং সেন্টার পরিচালনার দায়ে তিনটি কোচিং সেন্টারে জরিমানা ও সিলগালা করা হয়। কোচিং সেন্টারগুলো হলো ব্যতিক্রম কোচিং সেন্টারের পরিচালক কৃষ্ণ হালদারে এক হাজার টাকা জরিমানা ও কোচিং সেন্টার সিলগালা, বেস্ট কোচিং সেন্টার সিলগালা, মবিন হোসেন নামের এক বেসরকারি শিক্ষক পরিচালিত প্রাইভেট সেন্টারে অভিযান চালিয়ে এক হাজার টাকা জরিমানা ও তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৌফিক আজিজ।