জগন্নাথপুর পৌরসভা পরিদর্শন করেছেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ মোশাররফ হোসেন।
১১ ই মে রোজ বৃহস্পতিবার বিকাল ৫ ঘটিকার সময় সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভা পরিদর্শন করার পাশা-পাশি জগন্নাথপুর সভার জননন্দিত পৌর মেয়র আক্তার হোসেন ও পৌর কাউন্সিলরদের সাথে মতবিনিময় করছেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ মোশাররফ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম, জগন্নাথপুর পৌর সভার প্যানেল মেয়র মোঃ সাফরোজ ইসলাম মুন্না, জগন্নাথপুর পৌর সভার কাউন্সিলর শফিকুল হক, কামাল হোসেন, আলাল হোসেন, কৃষ্ণ চন্দ্র চন্দ, সুহেল আহমদ, জিতু মিয়া, ছমির উদ্দিন, শাহীন আহমদ, মহিলা কাউন্সিলর শিল্পী বেগম, সুবর্ণা শর্মা, বাহারজান বিবি, জগন্নাথপুর পৌর সভার সহকারী প্রকৌশলী হেলাল আবেদীন ও উপসহকারী প্রকৌশলী স্বতীশ গোস্বামী প্রমূখ।
এসময় পৌরসভার বিভিন্ন উন্নয়ন মূলক কর্মযজ্ঞ সম্পর্কে দিক নির্দেশনা প্রদান করেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ মোশাররফ হোসেন।