বগুড়ার আদমদীঘিতে চুরি যাওয়া ট্রাক ও মোবাইলসহ চোর চক্রের দুইচোরকে আত্রাই থেকে গ্রেপ্তার করেছে আদমদিঘী থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো বগুড়ার দুপচাঁচিয়ার আলতাফনগর বাজারের মৃত আয়েজ উদ্দীনের ছেলে রুবেল হোসেন (২৭) ও নওগাঁর আত্রাইয়ের তারাটিয়া বড়ভাঙ্গার সুকবর আলীর ছেলে রমজান আলী (২৪)।
বুধবার ভোরে নওগাঁর আত্রাইয়ের মির্জাপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। দুপুরে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। আদমদীঘি থানার এসআই প্রদীপ কুমার বর্মন জানান শনিবার রাত ৯ টায় উপজেলার নসরতপুর ইউপির মুরইল বাজারের দক্ষিণ পাশ্বে ওই এলাকার ইদ্রিস আলীর ছেলে ও ট্রাক মালিক মাসুদ রানা ট্রাকটি রেখে বাড়িতে ঘুমাতে যান।
পরের দিন সকাল ৭টায় সেখানে গিয়ে তিনি দেখতে পান ট্রাকটি চুরি গেছে। ওই দিন সকালেই ট্রাক মালিক মাসুদের মুঠোফোনে চোরচক্রের এক সদস্য কল করে এক লাখ টাকা দাবী করে বলেন ‘টাকা দিলে ট্রাকটি ফেরত দেওয়া হবে। সন্ধ্যায় তিনি থানা পুলিশের সরনাপন্ন হন। পুলিশ ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আত্রাই থানা এলাকা থেকে আসামীদের গ্রেপ্তার এবং চুরি যাওয়া ট্রাক ও মোবাইল ফোন উদ্ধার করেন।
আদমদীঘি থানার পরিদর্শক (তদন্ত) জিল্লুর রহমান জানান গ্রেপ্তারকৃতরা আন্ত:জেলা চোর চক্রের সক্রিয় সদস্য। শুধু তাই নয়, গ্রেপ্তার আসামী রুবেলের নামে বিভিন্ন থানায় চুরিসহ ১২ টি মামলা এবং রমজান আলীর নামেও এর আগে একটি মামলা রয়েছে। এরা চিহ্নিত চোর।আটককৃতদের চুরির মামলায় জেল হাজতে প্রেরন করা হয়েছে।