সুনামগঞ্জের মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সুবিধার্থে অনলাইন ব্যাংকিং সেবা সুনিশ্চিতকরণের জন্য বাংলাদেশ সোনালী ব্যাংক লিমিটেডের সোনালী পেমেন্ট গেটওয়ের চুক্তি স্বাক্ষরানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১১ টার দিকে মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত সেমিনারের মাধ্যমে চুক্তি স্বাক্ষরের পর চুক্তিপত্র হস্তান্তর করেন কতৃপক্ষ।এসময় শিক্ষক, ব্যাংক কর্মকর্তা, অভিভাবক ও গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।এ চুক্তির কারণে শিক্ষার্থীরা সোনালী পেমেন্ট গেটওয়ে (এসপিজি) এর মাধ্যমে ঘরে বসে বেতন,ভর্তিফিসহ বিবিধ ফি অনলাইনে জমা,স্কুল ব্যাংকিং, স্টুডেন্ট সেভিংস হিসাব খোলা,ই-ওয়ালেট,সোনালী ই-সেবা এবং মোবাইল অ্যাপের ব্যবহার করতে পারবেন। এতে করে ভোগান্তি কমার পাশাপাশি সময়ের অপব্যবহার বা অপচয় রোধ সম্ভব।শিক্ষক শামীউল কিবরিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)নাহিদ হাসান খান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক লিমিটেড,সুনামগঞ্জ ডিপুটি জেনারেল ম্যানেজার হিমাংশু আচার্য্য, আতিকুল ইসলাম,মধ্যনগর শাখা ব্যবস্থাপক দীপংকর সরকার,বক্তব্য রাখেন চামরদানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম জিলানী,সাবেক সহকারি প্রধান শিক্ষক রমাপদ চক্রবর্তী,সহকারী অধ্যাপক তপন সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক মধ্যনগর শাখার সিনিয়র অফিসার রাজীব দেবনাথ,অভি ঘোষ প্রমুখ।