সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নে মোটরসাইকেল দুর্ঘটনায় মধ্যবয়সী এক পথচারীর পুরুষের মৃত্যু হয়েছে।৬ই মে শনিবার বিকেলে মধ্যনগর কলমাকান্দা রোডের হরিপুর ও নওয়াগাও গ্রামের মধ্যস্থ পাকা রাস্তার উপরে মধ্যনগরগামী চায়না মডেলের পাল্সার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হাড়িয়ে গুরুতর দুর্ঘটনা ঘটে।উপজেলার সদর ইউনিয়নের গলহা গ্রামের জবান আলীরপুত্র মোঃবিল্লাল মিয়ার(৪০)উপরে গুরুতর আঘাত করলে অজ্ঞান হয় এবং বমি করে। এসময় মোটরসাইকেলে থাকা ৩জনের মধ্যে চালক একই ইউনিয়নের সদর ওয়ার্ডের বৈঠাখালী নতুনপাড়া গ্রামের অভিজয় সরকারের ছেলে অনুপ সরকার(১৮)চালক সহ দুজনে গুরুতর আহত হয়।স্থানীয়রা মোটরসাইকেল চালক ও অজ্ঞান ব্যাক্তিকে হাসপাতালে নিলে আহত বিল্লাল কে ঢাকায় রেফার করে।চিকিৎসা চলে ৩দিন চললেও কোন উন্নতি হয়নি আজ ৯ইমে দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু বরণ করে আহত বিল্লাল মিয়া।মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল হক নাজমূল নিশ্চিতের মাধ্যমে বলেন এবিষয়ে একটি মামলা হয়েছে।চালকগুরুতর অসুস্থ্য অবস্থায় চিকিৎসাধীন।এবং ঐদিন রাতে রফিক নামের একজনকে গ্রেফতারকরে আদালতে সোপর্দ করা করেছি।বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।