বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ইরি-বোরো ধান ও চাল সংগ্রহ ২০২৩ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার দুপুরে দেশের বৃহৎ সান্তাহার এলএসডি (লোকাল স্টোরেজ ডিপোতে) প্রধান অতিথি হিসাবে এই কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম খান। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগ্রহ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কে এম গোলাম রব্বানী, এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক, আদমদীঘি সদর এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা মগদুবুল ইসলাম, নসরতপুর এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা পরেশ চন্দ্র মাহাতো, উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি হাজী আহমেদ আলী, কৃষক ইউনুছ আলী, মিলার রেজাউল ইসলাম, মতিউর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সান্তাহার সিএসডি (কেন্দ্রীয় সংরক্ষনাগার) ব্যবস্থাপক হারুন-অর রশিদ। উদ্বোধনী দিনে মেসার্স নাহিদ অটোমেটিক চালকল, মেসার্স মুশফিক চালকল ও রহমান চালকলের নিকট থেকে একশ’ মেট্টিক চাল ও কৃষক ইউনুছ আলীর নিকট থেকে তিন মেট্টিক ধান সংগ্রহ ও মুল্য সনদ প্রদান করা হয়।