বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার শহরের রাজ অয়েল মিলের সত্ত্বাধিকারী ও উপজেলা পুজা উদযাপন পরিষদের উপদেষ্টা সদস্য অনুপ কুমার আগরওয়ালা ওরফে পাপ্পু চলে গেলেন না ফেরার দেশে (দিব্যান লোকানস্বগচ্ছতু)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। গতকাল সোমবার বিকেল সাড়ে ৫ টায় হঠাৎ অসুস্থ হলে তাকে দ্রুত বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সে পরলোক গমন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে সহ অসংখ্যা আত্মীয়-স্বজন রেখে যান। আজ মঙ্গলবার বিকেলে নওগাঁ মহাশ্মশানে স্বর্গীয় অনুপ কুমার আগরওয়ালা ওরফে পাপ্পুর সৎকার সম্পন্ন হয়। তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন আদমদীঘি উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পা, সাধারণ সম্পাদক মিহির কুমার সরকার, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি রবীন্দ্র প্রসাদ গুপ্ত, সাধারণ সম্পাদক সুকোমল কুমার মোদক, সহ-সভাপতি এ্যাড. রবীন্দ্রনাথ সাহা, দিব্যেন্দু কুন্ডু দুলাল, কাজল সরকার, আনন্দ কুন্ডু, যুগ্ম সম্পাদক সুদেব ঘোষ, রেবতি মোহন সাহা, সাংগঠনিক সম্পাদক অলোক মোহন্ত, উৎপল ঘোষ, পুজা উদযাপন পরিষদ নেতা কানাই দেবনাথ, রতন মুর্খাজী, ডাঃ বিপুল সরকার,অনিল গুপ্তা, চন্দন কুন্ডু, ডাঃ গোপাল বর্মন, পিযুষ প্রামানিক সহ পুজা উদযাপন পরিষদের নের্তৃবৃন্দ।