বগুড়ায় বাসে যাত্রী বেশে থাকা গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১২ কোম্পানির সদস্যরা।
মঙ্গলবার সকাল সাড়ে ৬ টার দিকে শাজাহানপুর উপজেলার মাঝিড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন সিরাজগঞ্জের উল্লাপাড়ার মৃত আ: মান্নানের ছেলে রিপন হোসেন মুন্না(৪২) এবং রংপুরের তারাগঞ্জের মহরম আলীর ছেলে রাজু মিয়া(৩৬)।
র্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকা থেকে রংপুরগামী একটি বাসে তল্লাশি চালানো হয়৷ এসময় রিপন এবং রাজকে প্রায় চার কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।