নীলফামারীতে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গেল দুইদিনে জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে ডোমার থানা পুলিশ। মঙ্গলবার (৯ মে) জেলা পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম। গ্রেপ্তারকৃত ডাকাত দলের সদস্যরা হলেন, নীলফামারী সদর উপজেলার বেড়াডাঙ্গা জেলে পাড়ার শ্রী রবি চন্দ্র দাসের ছেলে শ্রী অনিল চন্দ্র দাস (২৯), ডোমার উপজেলার ছোট রাউতা গ্রামের মৃত কালি দাসের ছেলে রঙ্গিয়া দাস (৫০) ও সৈয়দপুর উপজেলার লক্ষনপুর সরকার পাড়ার কাজিমুদ্দিনের ছেলে নজু মামুদ ওরফে নজরুল (২৭)।
মিডিয়া ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান,‘গত ৩০ এপ্রিল দিবাগত রাতে ডোমার থানার ছোট রাউতা ব্রাহ্মন পাড়ার পুরোহিত বিজয় চক্রবর্তীর বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটে। ওই দিন ডাকাত দলের ৮-১০ জন সদস্য মুখে কালো রং মেখে মাস্ক পড়ে ধারালো অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখিয়ে নগদ অর্থ, স্বর্ণালংকার সহ দুই লাখ বিরানব্বই হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এই ঘটনার সূত্র ধরে জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আন্তঃজেলা ডাকাত দলের ওই তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। এখন পর্যন্ত তাদের কাছ থেকে লুটকৃত দশ হাজার টাকা, একটি মোবাইল, কাসার একটি প্লেট, দুটি বাটি ও একটি গøাস উদ্ধার করা হয়।’
পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান পিপিএম বলেন বলেন,‘ এ ডাকাত দলটি নীলফামারী, রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁও এই চার জেলার ডাকাত দলের সক্রিয় সদস্য। এদের অধিকাংশই জেলে সম্প্রদায়ের বিপদগামী সদস্য। তাদের নামে বিভিন্ন থানায় চুরি ডাকাতির মামলা বিচারাধীন রয়েছে। গ্রেপ্তারকৃত ডাকাত দলের অন্যতম সদস্য অনিল চন্দ্র রায়ের বিরুদ্ধে চারটি মামলা ও রঙ্গিয়া দাসের বিরুদ্ধে একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। বর্তমানে অনিল চন্দ্র রায় তিন দিনের পুলিশ রিমান্ডে আছে। তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সেগুলো যাচাই বাছাই করা হচ্ছে। বাকি সদস্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
মিডিয়া ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) মোস্তফা মঞ্জুর পিপিএম, সহকারি পুলিশ সুপার (ডোমার সার্কেল) আলী মোহাম্মদ আব্দুল্লাহ, ডোমার থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী, সদর থানার অফিসার ইনচার্জ মুক্তারুল আলম, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি তাহমিন হক ববি, সাধারণ সম্পাদক হাসান রাব্বী প্রধান সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।