জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচন-২০২৩ ইং এর নির্বাচন আগামী ২৫ শে মে অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ উপলক্ষে ৯ ই মে রোজ মঙ্গলবার দুপুরে জগন্নাথপুর উপজেলা পরিষদের হলরুমে সুনামগঞ্জ জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার এর আয়োজনে প্রতীক বরাদ্দ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে এবং জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মুরাদ উদ্দিন হাওলাদার প্রার্থীদের প্রতীক ঘোষণা করেছেন। বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ নূরুল ইসলাম নৌকা, বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত চেয়ারম্যান প্রার্থী সৈয়দ আব্দুল কাইয়ূম কামালী খেজুর গাছ, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হারুন রশীদ আনারস প্রতীক, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সৈয়দ তালহা আলম কাপ পিরিচ প্রতীক ও জাতীয় পার্টি মনোনীত চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান লাঙ্গল প্রতীক পেয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা নির্বাচন অফিসার মোঃ মজিবুর রহমান, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী মোঃ রেজাউল করিম রিজু, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি মোঃ কামাল উদ্দিন, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম, সৈয়দ আব্দুল কাইয়ূম কামালী, হারুন রশীদ, সৈয়দ তালহা আলম, আতাউর রহমান ও বিভিন্ন শ্রেনী পেশার লোকজন সহ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ।