মুক্তিযুদ্ধের চেতনায় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের লক্ষে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সমন্বয়ে একদল কলম যোদ্ধাদের নিয়ে গঠিত হতে যাচ্ছে মডেল প্রেসক্লাব, নেত্রকোণা।
গত বুধবার জেলা শহরের সাতপাই এলাকায় অস্থায়ী কার্যালয়ে সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক গবেষক প্রেসিডেন্ট পদপ্রাপ্ত সুভাষ রঞ্জন দত্ত ও সহ-সভাপতি মোনায়েম খান এবং সাধারণ সম্পাদক সুলতান আহমেদ এই তিন পদে তিনজন’কে নিয়ে প্রস্তাবিত হয় এই মডেল প্রেসক্লাব নেত্রকোণা।
জেলা ও জেলার সকল উপজেলার সাংবাদিকদের নিয়ে আত্মপ্রকাশের অপেক্ষায় আছে এই মডেল প্রেসক্লাব নেত্রকোণা।