বগুড়ার আদমদীঘির সাস্তাহার রেলওয়ে পুলিশ ৮পিস নেশার এ্যাম্পলসহ রুবেল হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। রুবেল নওগাঁ সদরের ভবানীপুর দক্ষিণপাড়ার ইসলাম সরদারের ছেলে।গতকাল শনিবার ৬ বেলা ১১টায় খুলনাগামী আন্তঃনগর রূপসা এক্সপ্রেস ট্রেন থেকে তাকে গ্রেফতার করা হয়।
রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে গতকাল শনিবার সকালে চিলাহটি থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর রূপসা এক্সপ্রেস ট্রেনে মাদক যাচ্ছে। এমন গোপন সংবাদেরভিত্তিতে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ওই ট্রেনের কামরায় অভিযান চালিয়ে যাত্রীবেশে থাকা রুবেল হোসেনকে আটক করার পর তার দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় রাখা ৮পিস নেশার ইনজেকশন জব্দ করা হয়। রুবেল হোসেনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলে সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন নিশ্চিত করেছেন।