সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নে সহজ সরল শারীরিক প্রতিবন্ধী এক যুবকের মৃত্যু হয়েছে।স্থানীয় ও জনপ্রতিধি সূত্রে জানাযায় বৃহস্পতিবার বিকেলে কালবৈশাখী ঝড়ের পরবর্তীতে মধ্যনগর উপজেলা সদর থেকে নিজ বাড়ীতে আর ফিরেনি যুবক।৫ই মে ভোর সময় মনাই নদী সংলগ্নস্থ গাছগড়ার পাশে কুড়ের জলাশয়ে ভাসমান লাশ দেখতে পান স্থানীয়রা।এবং মধ্যনগর থানা পুলিশকে খবর দিলে মৃত লাশ উদ্ধার করা হয়।
নিহত প্রতিবন্ধী যুবক সুলেমানপুর গ্রামের সাদ্দাম হোসেনের বড়ছেলে নবী হোসেন মিয়া(১৮)।বিষয়টি নিশ্চিত করেন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল হক নিশ্চিতের মাধ্যমে জানান মৃত লাশ উদ্ধার করে সুরতাল হয়েছে।ঝড়েরপর বাড়ী ফেরার সময় যাতায়াত কালে পা পিছলে পানিতে পড়ে গেছে আর উঠতে পারেনি।আমি স্বশরীরের গিয়েছি,পায়ে প্রতিবন্ধকতা রয়েছে।কারো কোন অভিযোগ না থাকায় পরিবার প্রধান ও জনপ্রতিনিধির লিখিত আবেদনের প্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে।