বগুড়া আদমদীঘি উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কমিটি গঠিত হয়েছে। এই উপলক্ষে এক আলোচনা সভা গতকাল সকাল ১১টায় সনাতন মন্দিরে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টার ঐক্য পরিষদের সভাপতি ডাঃ এন সি বাড়ই। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সহ-সভাপতি তপন চক্রবর্তী, প্রশান্ত রায়, চন্দন চক্রবর্তী, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শুভ শংকর গুহ রায়, জেলা কমিটির নেতা দীপক রঞ্জন দাস,পরিমল প্রসাদ রাজ, গোপাল তেয়ারী,হরি শংকর প্রমুখ। সভায় প্রধান অতিথি বলেন, দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের উপর দিন দিন নির্যাতন বেড়েই চলেছে। অবিলম্বে নির্যাতন বন্ধে সরকারের সহযোগী কামনা করেন। সভা শেষে সর্বসম্মতিক্রমে রবীন্দ্র প্রসাদ গুপ্ত কে সভাপতি, সুকমল কুমার মোদক কে সাধারন সম্পাদক ও সুদেব কুমার ঘোষ কে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট আদমদীঘি উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন করা হয়।