বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় লাঠির আঘাতে মায়ের মৃত্যুর ঘটনায় ছেলেকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে র্যাব-১২ ও র্যাব-১০ যৌথ অভিযানে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতার ওই আসামির নাম মোমিন (৩০)। তিনি সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর এলাকার মৃত সিদ্দিক প্রামাণিকের ছেলে। বুধবার বেলা ১২ টায় র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৭ এপ্রিল দুপুরে পারিবারিক কলহের জের ধরে আসামি মোমিন (৩০) তার মেয়েকে কাঠের বাটাম দিয়ে মারতে যায়। তখন মোমিনের মা কাজলী বেগম ওরফে ময়না বেগম (৭০) আটকাতে গেলে তার কপালের মাঝখানে লেগে যায়। এতে কাজলী বেগম গুরুতর আহত হয়। এসময় তাকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল বগুড়ায় ভর্তি করা হয়। পরের দিন চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
র্যাব ১২ বগুড়ার কোম্পানী কমান্ডার মীর মনির হোসেন জানান, ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। এরপর থেকে আসামি পলাতক ছিলো। তখন আসামিকে ধরার জন্য র্যাবের টিম অভিযানে নামে। বুধবার দিবাগত রাতে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে আসামি মোমিনকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান আসামীকে সারিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে।