সুনামগঞ্জ জেলার তাহিরপুরে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এর পর্যটকবাহী নৌকাটি বৌলাই নদীর পানির নীচে তলিয়ে রয়েছে।
জানা যায়, ২০২১ সালে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন টাঙ্গুয়ার হাওরে পর্যটকদের ভ্রমনের জন্য এ নৌকাটি তাহিরপুর উপজেলা প্রশাসনের মাধ্যমে নির্মাণ করে। পরবর্তীতে এটি টাঙ্গুয়ার হাওরে আগত পর্যটক পরিবহনের জন্য ইজারা দেয়া হয়।
তাহিরপুর বাজারের কাট ব্যবসায়ী নির্মল রায় বলেন, ২০২১ সালে নির্মানাধীন পর্যটন কর্পোরেশন এর নৌকাটি নির্মাণে তাহার নিকট থেকে প্রায় ৬ লক্ষ টাকার কাট ক্রয় করেছিলেন সংশ্লিষ্ট ঠিকাদার।
তিনি আরো জানান, যে ঠিকাদারের নিকট তিনি কাট বিক্রি করেছিলেন ওই ঠিকাদার তাকে জানিয়েছিলেন ১০ লক্ষ টাকায় নৌকা নির্মাণ কাজটি তিনি পেয়েছেন।
বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এর পরিকল্পনা কর্মকর্তা পর্যটকবাহী নৌকাটি হাওরে চলাচলের জন্য এক ব্যক্তিকে ইজারা দেয়া হয়েছিল। ইজারা মেয়াদ শেষ হওয়ায় নৌকাটি বর্তমানে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসারের তত্ত্বাবধানে রয়েছে।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা বলেন, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এর নৌকাটি দ্রুত সময়ের মধ্যেই উদ্ধার করে মেরামত করে চলাচলের উপযোগী করা হবে।