পহেলা মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন উপলক্ষে জগন্নাথপুরে শ্রমিক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“দুনিয়ার মজদুর এক হও,বাংলার মেহনতী মানুষ এক হও” এই স্লোগানকে সামনে রেখে পহেলা মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা শাখা জাতীয় শ্রমিক লীগ এর আয়োজনে পহেলা মে রোজ সোমবার বিকাল ৩ ঘটিকার জগন্নাথপুর বাজারস্থ সংগঠন এর অস্থায়ী কার্যালয়ে উপজেলা জাতীয় শ্রমিক লীগ এর আহবায়ক মোঃ নূরুল হক এর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ জাহির উদ্দিন এর পরিচালনায় শ্রমিক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি মোঃ আফছর উদ্দিন ভূঁইয়া।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদ এর মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী।
অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন- সাংবাদিক মো: শাহজাহান মিয়া, সাংবাদিক হুমায়ুন কবীর ফরিদী, জগন্নাথপুর উপজেলা যুবলীগ নেতা মো: লিটন মিয়া জগন্নাথপুর উপজেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক বশির আহমদ আলফু, শরিফ হোসেন শিপন, তৈয়ব আলী ভান্ডারী, সমসর আলী, লাল মিয়া, তমির হোসেন, সদস্য মো: ফজর আলী, শ্রী বিপ্লব পাল, শাহীন মিয়া, আফতাব মিয়া, শফিক মিয়া, জগন্নাথপুর উপজেলা মৎস্যজীবী লীগের যুগ্ম আহবায়ক হরিপদ সরকার, বাবুল দাশ, জাতীয় শ্রমিক লীগ উপজেলার মিরপুর শাখার সভাপতি মো: আনর মিয়া ও নিকেশ বৈদ্য প্রমুখ।
সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জাতীয় শ্রমিক লীগ এর যুগ্ম আহবায়ক শরিফ আহমদ শিপন।
এসময় দলীয় নেতাকর্মী বৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।