চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আতিকুর রহমান এর কুড়িগ্রাম জেলা হতে চট্রগ্রাম রেঞ্জে বদলি হওয়ায় আজ ৩০ এপ্রিল ২০২৩ তারিখ রবিবার কুড়িগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে কুড়িগ্রাম জেলা পুলিশের আয়োজনে তাঁর বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম। এ সময় অফিসার ইনচার্জ, চিলমারী মডেল থানার হাতে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা, ফটোফ্রেম ও শুভেচ্ছা উপহার তুলে দেন পুলিশ সুপার, কুড়িগ্রাম।
উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ সাজ্জাদ হোসেন, পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মোঃ আখতারুজ্জামান, কুড়িগ্রাম থানার অফিসার ইনচার্জ জনাব খান মোঃ শাহরিয়ার, কোর্ট ইনস্পেক্টর জনাব মোঃ মামুন অর রশিদ, টিআই প্রশাসন জনাব মোঃ মোস্তাফিজুর রহমানসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।