সারাদেশের ন্যায় নীলফামারীর জলঢাকায় শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। ৩০ এপ্রিল (রোববার) সকাল ১০টায় বিষয়ভিত্তিক তাত্ত্বিক পরীক্ষার মধ্য দিয়ে পরীক্ষা শুরু হয় এবং শেষ হয় বেলা ১টায়।
প্রথম দিনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এসএসসির বাংলা প্রথম পত্র, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিলের কোরআন মাজিদ ও তাজবিদ এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনালের বাংলা দ্বিতীয় পত্র দিয়ে এসএসসি ও সমমান পরীক্ষা হয়েছে।
উপজেলার পরীক্ষা কেন্দগুলো ঘুরে দেখা যায়,নকলবিহীন সুশৃঙ্খল ভাবে প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। জলঢাকা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ৯টা ৪৫ মিনিটে উপস্থিত হয়ে পরীক্ষার সার্বিক বিষয় দেখভাল করেন উপজেলা নির্বাহী অফিসার ময়নুল ইসলাম।
এ কেন্দ্রে পরিদর্শনে আসেন জেলা শিক্ষা অফিসার হাফিজুর রহমান,উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক। পরীক্ষা কেন্দ্র সচিব শাহ্ রোকনুজ্জামান চৌধুরী রোকন বলেন,এ কেন্দ্রের মোট পরীক্ষার্থী ১১৫১ জন।এরমধ্যে প্রথম দিনে ১৩ জন অনুপস্থিত।
অপরদিকে,উপজেলার একমাত্র মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ছিটমীরগঞ্জ শালনগ্রাম কামিল মাস্টার্স মাদরাসা ৩৯৪ নং কেন্দ্র সচিব অধ্যক্ষ আঃ রশীদ বলেন,মোট ৮৩১ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিতি ৩২ জন। উল্লেখ্য,করোনার পর এ বছরই পূর্ণ সময় ও পূর্ণ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তবে মহামারীর কারণে শ্রেণীকক্ষে পাঠদানে বিঘ্ন ঘটায় এ বছরও পুনর্বিন্যাসকৃত সিলেবাসে পরীক্ষার আয়োজন করা হয়েছে।
সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনে কয়েকটি নির্দেশনা দেয়া হয়েছে। এগুলো হলো পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের হলে প্রবেশ করতে হবে। কোনো ধরনের মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করা যাবে না। পরীক্ষাসংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া কেউ কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।