নেত্রকোণার বারহাট্টায় পৃথক অভিযানে ২০২ বস্তা ভারতীয় (দশ হাজার একশত) কেজি চিনিসহ চারজনকে আটক করেছে বারহাট্টা থানা পুলিশ।
আটককৃতরা হল ১। উপজেলার ফকিরের বাজার গ্রামের সন্তুষ খরের ছেলে ভজন খর ২। কর্নপুর গ্রামের মৃত মৃত আব্দুল মালেখের ছেলে শফিকুল ইসলাম (২৬) ৩। নেত্রকোনা সদর উপজেলার ডিথপুর (মোবারকপুর) গ্রামের সোনা মিয়ার ছেলে মো: আব্দুল জলিল মিয়া (৩১) ৪। পূর্বধলা উপজেলার ফাইলাটি গ্রামের মো: আব্দুল খালের ছেলে মো: খোকন মিয়া (৩৮)।
গতকাল বৃহস্পতিবার রাতে সীমান্তবর্তী কলমাকান্দা থেকে চোরাচালানের চিনি পাচারের গোপন সংবাদে জেলা পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদের দিক নির্দেশনায় বারহাট্টা থানার অফিসার ইনচার্জ খোকন কুমার সাহার নেতৃত্বে আভিযানিক দল বারহাট্টা থানাধীন বারহাট্টা -কমলাকান্দা-নেত্রকোণা মহাসড়কের পূর্ব বাইশদার, বইছি-বাউশী ব্রিজের উত্তর পার্শ্বের সড়ক এবং পুড়াদিঘি-রায়পুরে তিনটি পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
এসময় চোরাচালানে ব্যবহৃত দুইটি পিক-আপসহ একটি অটোরিক্সা জব্দ এবং ২০২ বস্তায় মোট ১০,১০০ (দশ হাজার একশত) কেজি ভারতীয় চিনিসহ চারজনকে গ্রেফতার পূর্বক মামলা দায়ের করে বারহাট্টা থানা পুলিশ।
জনস্বার্থে চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান, জেলা পুলিশ।