সান্তার পৌরসভা এলাকা থেকে পরপর দুটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। গত ২৬ এপ্রিল সান্তাহার পৌরসভা চত্বর থেকে কর নির্ধারক আব্দুল কুদ্দুছের মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। এর ৫দিন পুর্বে ঈদুল ফিতরের আগের দিন মল্লিক নামের এক ইলেকট্রিক দোকান মালিকের মোটরসাইকেল চুরি যায়। এসব চুরির ঘটনায় পুলিশকে অবহিত করা হয়েছে। পর পর মোটরসাইকেল চুরি ঘটনায় বাইক মালিকদের মাঝে আতংক বিরাজ করছে। জানা যায়, পবিত্র ঈদুল ফিতরের আগের দিন গত শুক্রবার ২১ এপ্রিল রাত ১০ টায় সান্তাহার ঘোড়াঘাট এলাকায় মল্লিক ইলেকট্রিক দোকানের সামনে থেকে ওই দোকান মালিক মল্লিকের প্লাটিনা ১০০ সিসি মোটরসাইকেল চুরি যায়। এর ৫দিন পর আজ বুধবার (২৬ এপ্রিল) বেলা ১টায় সান্তাহার পৌরসভা চত্বরে গ্যারেজ থেকে পৌরসভার কর নির্ধারক আব্দুল কুদ্দুছের বগুড়া-হ-১১-২৩৬৯ নম্বর একটি হিরো মোটরসাইকেল চুরি যায় বলে আব্দুল কুদ্দুছ জানান। সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক রেদোয়ানুর রহিম বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধারে চেষ্টা চলছে।