মধ্যনগরে সহকারী শিক্ষক লিটন তালুকদার আর নেই
[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদরের গ্রামমধ্যনগর বড়বাড়ীর নিত্য গোপাল তালুকদার লিটন(৫১) হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার রাতে শেষ নিঃশ্বাসের মাধ্যমে পরলোকের গমন করেন।
তিনি সুনামগঞ্জ সদর উপজেলার বৃন্দাবন নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে সুনামের সহিত অতিবাহিত করে গেছেন।মৃত্যুকালে স্ত্রী,২ মেয়ে ও ১ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায় মঙ্গলবার দুপুর ২ টায় তার শেষ কৃত্যানুষ্ঠান ধোপাখালী কেন্দ্রীয় শ্মশানে অনুষ্ঠিত হবে।