সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিন ইউনিয়নের সাধেরখলা, হলহলিয়া, মাটিকাটা, হাঁপানিয়া, বিন্নারবন্দ,
লেদারবন্দ,পুরানখালাশ,সাতগ্রাম,এর উদ্যোগে এক নতুন কলেজ স্থাপন প্রসঙ্গে দিঘলবাগ সরকারির প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল মন্নান”এর সঞ্চালনায় ২৪ই এপ্রিল সোমবার বেলা ১০ ঘটিকায় সাধেরখলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী এম ইউনুছ আলী এবং
স্বাগত বক্তব্য দেন, সাধেরখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মোহাম্মদ। এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা আসমত আলী, হাজী ফরিদ গাজী,ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি হাজী বাসির মিয়া, হাজী অসিরুল হক, বীর মুক্তিযোদ্ধা ফিরুজ মিয়া,শ্রমিক লীগ নেতা, ইসমাইল মিয়া,আওয়ামী লীগ নেতা আব্দুল জল্লিল, মাটিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধানা শিক্ষক, কাজী হাসান মিয়া, আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন, রুহুল আমিন (দারু মিয়া), সায়েদ মিয়া, যুবলীগ নেতা কাদের পাশা,
রফিকুল ইসলাম,২নং ওয়ার্ড মেম্বার ইয়াকুব হোসেন,৩নং ওয়ার্ড মেম্বার আবু মিয়া, ১,২,৩নং ওয়ার্ড সংগ্রহীত সদস্যা রাজনা আক্তার সিমা, রাসিদ মিয়া, ফারুক মিয়া প্রমুখ।
অন্যদের মধ্যে বক্তব্য দেন, বাসতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক জয়নাল আবদিন, ব্যাংক ম্যানেজার সাবিকুর রহমান,স্টুডেন্ট ফারুক আহামেদ,
শাফিল মিয়া, শাহ্ আলম,আব্দুল হক,স্বপ্ন পূরণ সংগঠনের সভাপতি, শফিকুল ইসলাম, সাধেরখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাকিম আহামেদ (নাইম),যুব নেতা হযরত আলী, ডাঃ আঃগফুর, প্রবাসী আতিকুর রহমান, সাবেক মেম্বার হযরত আলী, ব্যবসায়ী সাহাব ঊদ্দিন,নাসির মিয়া, সাফিল মিয়া, প্রমুখ।
সবার বক্তব্য শেষে চেয়ারম্যান হাজী এম ইউনুছ আলী প্রতিশ্রুতি দেন, জমির মালিকের সঙ্গে কথা বলে অতি শীঘ্রই কলেজ স্থাপন করার চেষ্টা করব
ইনশাল্লাহ, আরো বলেন সাত গ্রামের মানুষের সহযোগিতা আমার পাশে থাকলে আর স্বপ্ন নয় বাস্তবে হবে বলে কথা দিয়ে গেলাম ও আমাদের এলাকায় একটি মডেল কলেজ হবে ইনশাল্লাহ।
আমাদের এলাকায় যখন প্রাথমিক বিদ্যালয় ছিল না, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ছিল না, এখন তো সরকার শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়ায়, আমাদের এলাকার প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আছে, এখন আমাদের প্রয়োজন কলেজ এবং আমাদের সংসদ সদস্যের সাথে কথা বলে আমি কলেজ প্রতিষ্ঠিত করার জন্য সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করব বলে কথা দেন।