নেত্রকোনার বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের আলকদিয়া মাদরাসায় সামাজিক সংগঠন “মানবতার ডাক”ঐক্য পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।২৮তম রোজা শেষে রোজাধারী ৩শতাধিক মুসুল্লিদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
এসময় সিংধা ইউনিয়নে “মানবতার ডাক” ঐক্য পরিষদ পুর্ণাঙ্গ কমিটি উন্মুক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।উপদেষ্টা মন্ডলীর নির্দেশনানযায়ী সভাপতি হিসেবে তেলীকুড়ী গ্রামের পারভেদুজ্জামান আকন্দ অপু,সাধারণ সম্পাদক সায়মুন হাসান চৌধুরী(তপু),সাংগঠনিক সম্পাদক রিয়াদ জন,ধর্ম বিষয়ক সম্পাদক হামীম হাসান জিহাদী’র নাম প্রকাশ করেন।
সামাজিক সংগঠনটি অরাজনৈতিক,অলাভজনক, স্বেচ্ছাসেবী, ব্লাড ব্যাংক প্রতিষ্ঠা করা ও সেচ্ছায় রক্তদান,যৌতুক ও বাল্যাবিবাহ রোধ,এতিম,অসহায় জনগোষ্ঠীর কল্যাণ,বেকার ও কর্মমুখী যুবকদের উদ্যোক্তা তৈরি করা,সন্তান বাবা মায়ের উপর দায়িত্ব কর্তব্য মেডিক্যাল ক্যাম্পিং ও শিক্ষা গ্রহনের তদারকি,সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা,নৈতিক চরিত্র ও সুন্দর আচার ব্যবহার ন্যায় প্রতিষ্ঠা,নেশা,জুয়া ও অসামাজিক কার্যকলাপ থেকে মুক্ত করে স্বচ্ছ ইউনিয়নে পরিনত করা।