ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল থানার পুলিশের বিশেষ অভিযানে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সরাইল থানার পুলিশ মাদক কারবারি নাম মো. ইকবাল হোসেন নামে । বৃহস্পতিবার ২০ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে উপজেলা সদর ইউনিয়ন কুট্টাপাড়া এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে মামুন পরিবহন থেকে গাজাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ইকবাল হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার রাজাপুর গ্রামের মৃত মলাই চৌধুরীর ছেলে।সরাইল থানার অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামি বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।