নামগঞ্জের দিরাইয়ে পৌরসভা ও উপজেলাসহ সমগ্র দেশবাসী কে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন পৌর মেয়র বিশ্বজিৎ রায়। তিনি দিরাই পৌরসভাসহ দেশ বিদেশের সকল শ্রেণি পেশার সবাইকে ঈদুল ফিতর উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানিয়েছেন।
তিনি এক সাক্ষাৎকারে সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ মঙ্গল কামনা করেন। মাসব্যাপী সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে এক স্বর্গীয় শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে ঈদুল ফিতর। ঈদুল ফিতরের উৎসব ইসলামধর্মের নিবিড় ভাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। মাসব্যাপী রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্য দিয়ে আসে ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্ত।
কোনো অসহায় ও দুস্থ মানুষ যেন অভুক্ত না থাকে সেজন্য যারা সচ্ছল ব্যক্তি তারা যেন তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, যাতে অসহায় দরিদ্র পথ শিশুরাও ঈদের আনন্দের অংশীদার হতে পারে এই আশা ব্যক্ত করেন তিনি ।
সিয়াম সাধনার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিরাইবাসীসহ সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন পৌরমেয়র বিশ্বজিৎ রায়। বাণীতে পৌরমেয়র বলেন, ইসলাম ধর্মের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল-ফিতর। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর খুশি আর আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে পবিত্র ঈদুল ফিতর।
ঈদ মানে শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের অনুপম শিক্ষা দেয় এবং সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সকল মানুষকে। সমাজ ও জাতীয় জীবনের সকল ক্ষেত্রে ঈদুল ফিতরের আনন্দ প্রতিফলন হোক-এই কামনা করছি। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পৌরবাসীসহ সকল ইসলাম ধর্মালম্বী সকলকেই আবারও ঈদ মোবারক।