দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অব্যাবহৃত অ্যাম্বোলেন্স সচলের দাবিতে সুনামগঞ্জের দিরাইয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ৫ ঘটিকায় পৌরসভার থানা পয়েন্টে দিরাই রক্তদাতা ও স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে সংগঠনের আহ্বায়ক ফারহানুল হকের সভাপতিত্বে এবং সদস্য সচিব সুবীর চন্দ্র দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন,সিনিয়র সহঃসভাপতি মনোয়ার হোসেন রাজীব, সাবেক যুগ্ম সম্পাদক জাহেদ মিয়া, সদস্য মাহমুদ রানা, সজীব রশীদ চৌধুরী প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন তাপস তালুকদার,সুজন সরকার,অসীম চক্রবর্তী,নাসির উদ্দিন,বিন্দু বর্মন,মিটু দাস,ব্যবসায়ী কৌশিক দাস।
এসময় বক্তারা বলেন, ভারত সরকার বাংলাদেশে আইসিইউ অ্যাম্বুলেন্স একটি দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপহার পেলেও অ্যাম্বুলেন্সটি দীর্ঘদিন সচল না করায় রোগীদের বেসরকারি অ্যাম্বুলেন্স বা ভাড়া করা মাইক্রোবাসের ওপর নির্ভর করতে হয়। দিরাই, শাল্লাসহ উপকারভোগী সকল অসহায় রোগীদের স্বার্থে অনতিবিলম্বে ফেলে রাখা অ্যাম্বোলেন্স সার্ভিস চালু করার দাবি করেন তারা।