মোঃ ইদু খান স্টাফ রিপোর্টারঃ
স্বৈরাচার বিরোধী আন্দোলনের পেড়িয়ে গেছে প্রায় তিন যুগ। সে আন্দোলনের সামনের সারি থেকে নেতৃত্ব দেওয়া প্রিয় শফি আহমেদ এর আন্দোলন আজও থামেনি! নিজেকে হাওর বাসী দাবী করে লড়ে যাচ্ছেন অবিরাম।
দলমত নির্বিশেষে মদন মোহনগঞ্জ খালিয়াজুরীর মানুষের উপকারের ভাবনা যাকে প্রতিনিয়ত তাড়িয়ে বেড়ায় তিনিই হচ্ছেন জনাব শফি আহমেদ। প্রায় তিন যুগ ধরে দলমত নির্বিশেষে হাওরাঞ্চলের নির্যাতিত নিপিড়ীত মানুষের আশা ভরসার আশ্রয়স্হল হয়ে উঠার পিছনে কতটুকু লড়াকু মনোভাব থাকতে হয়? কতটুকু ধৈর্য্য, কতটুকু ত্যাগ বা মানুষের প্রতি কতটুকু দায়িত্ববোধ থাকলে একজন শফি আহমেদ হওয়া যায় সেটা হয়তো আমাদের প্রজন্মের ধারণারও কিছুটা বাহিরে।
আমরা সমাজ কিংবা সুশৃঙ্খল রাষ্ট্রের স্বপ্ন দেখি কিন্তু তার পাশাপাশি রাষ্ট্র বিনির্মাণে সুযোগ্য নেতৃত্বের প্রয়োজন, যিনি রাষ্টের পাশাপাশি সমাজের সর্বস্তরে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, যার মাধ্যমে সামাজিক বৈষম্য দুর হবে, জুলুম শোষণ নিপাত যাবে, সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা নিশ্চিত হবে। আমাদের স্বপ্নের সুখী সম্মৃদ্ধ সমাজ ব্যাবস্হা বিনির্মাণে, একজন পরিক্ষিত এবং সৎ সাহসী মানুষের প্রয়োজন। সেক্ষেত্রে দলমতের উর্ধ্বে উঠে, যে কেউই বর্তমান পরিস্থিতিতে জনাব শফি আহমেদ এর বিকল্প খুঁজবেন না এটা নিশ্চিত।
হাওর দ্বীপ খালিয়াজুরী উপজেলায় প্রতিনিয়ত প্রকৃতির বিরূপ আচরণে, প্রতিনিয়ত মানুষ তাদের মৌলিক অধিকার হারাচ্ছে, বন্যা, অকালবন্যা, অতিবৃষ্টি, শিলাবৃষ্টি,বছরের বিশাল একটা সময়জুড়ে মানুষের বেকার জীবন যাপনের ফলে, দারিদ্রের হার প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। কৃষক বসতভিটা বিক্রি করে হচ্ছেন দেশান্তরী। বেকার যুবকের আত্মহননের পথ বেছে নেওয়া সহ, সাম্প্রদায়িক বিষবাষ্পের কড়াল থাবায় হাওরের শত শত বছরের ইতিহাস ঐতিহ্য মুছে যাওয়ার মতো এমন শতশত সমস্যা সমাধানের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন জননন্দিত নেতা জনাব শফি আহমেদ।
মানুষকে দিয়ে যাওয়ার এই অকৃত্রিম গুণাবলী সম্মৃদ্ধ মানুষটার বঞ্চিত হওয়ার গল্প শুনে হাজারো মানুষ কেঁদেছে। হয়তোবা অতি শীঘ্রই এই অঞ্চলের মানুষের সে আক্ষেপ গোছানোর কাব্য রচনা হবে, হাওরবাসী খুঁজে পাবে তার আপন ঠিকানা যোগ্য অভিভাবক।