বাংলা নববর্ষ ১৪৩০ বাঙলা’কে স্বাগত জানিয়ে জগন্নাথপুরে উপজেলা প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এর আয়োজনে নানা কর্মসূচী পালন করা হয়েছে।
আজ পহেলা বৈশাখ -১৪৩০ বঙ্গাব্দ, বাংলা নববর্ষ। চিরাচরিত নিয়মে পূর্বাকাশে বছরের প্রথম সুর্যোদয় এর সাথে সাথে নতুন আরেকটি বছরে পদার্পণ করেছে বাঙালী। সারা দেশের ন্যায় এই নতুন বছর অর্থাৎ বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আজ ১৪ ই এপ্রিল রোজ শুক্রবার সকালে এক মঙ্গল শোভাযাত্রা উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে জগন্নাথপুর পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ এর হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম এর সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা এলজিইডি অফিস সহকারী ধীরেন্দ্র সুত্র ধর এর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হক, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুত্র ধর, জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মোখলেছুর রহমান, জগন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ সোহরাব হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শওকত ওসমান মজুমদার, জগন্নাথপুর উপজেলা ভেটেরিনারি হাসপাতালের সার্জন ডাঃ মোঃ খালেদ সাইফুল্লাহ ও উপজেলা শিক্ষা অফিসার মানিক চন্দ্র দাস প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর থানার এসআই মোঃ জিন্নাতুল ইসলাম তালুকদার, উপজেলা টেকনিশিয়ান অরুপ সরকার ও মুক্তিযোদ্ধা সন্তান মোঃ আজিজ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।
এছাড়াও উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এর উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা, কবিতা আবৃত্তি অনুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।