এস এম উমেদ আলী//
প্রাউড টু বি সিলেটি ওয়েল ফেয়ার ট্রাষ্ট ইউকে’র অর্থায়নে মরহুম আব্দুর রহিম স্মৃতি পরিষদ এর সহযোগিতায় ৭ এপ্রিল রোজ শুক্রবার দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের সুপ্রাচিনতম ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ টংগর রাড়ইল জারলিয়া ও তারাপাশা মাদরাসায় এবং টুকদিরাই নাছিরপুর ও তাজপুর ইসলামিয়া মাদরাসায়
প্রাউড টু বি সিলেটি ওয়েল ফেয়ার ট্রাষ্ট ইউকে’র পক্ষ থেকে প্রায় ৩ শতাধিক আলেম উলামা ও মাদরাসার শিক্ষার্থীদের ইফতার করানো হয়!
দেশ ও জাতির কল্যাণ কামিতা ও প্রাউড টু বি সিলেটি ওয়েল ফেয়ার ট্রাষ্ট ইউকে’র সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘ হায়াত কামনা করে দুআ করেন মাদরাসার মুহতামীম মাওঃ আব্দুর রকিব সাহেব!
প্রাউড টু বি সিলেটি ওয়েল ফেয়ার ট্রাষ্ট ইউকে’র দিরাই সুনামগঞ্জ প্রতিনিধি মোঃ শিহাব আহমেদ বলেন,প্রতি বছরের ন্যায় এ বছর ও মাহে রমজান উপলক্ষে দিরাই উপজেলার ৩ টি মাদরাসায় ৩ শতাধিক আলেম উলামা ও মাদরাসার শিক্ষার্থীদের ইফতার করানো হয়!
প্রাউড টুবি সিলেটি; উই বিলিভ ইন ইউনিটি” এই স্লোগানকে বুকে ধারণ করে বিগত ৫ ’বছর ধরে বৃটেন থেকে বাংলাদেশের আর্ত-মানবতার সেবায় ইউকে বাংলাদেশ কমিউনিটির উন্নয়ণে নিষ্টা ও নিরলসভাবে কাজ করে যাচ্ছে প্রাউড টুবি সিলেটি ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে!