এস এম উমেদ আলী//
দিরাই উপজেলার কালধর গ্রামের সামাজিক সংগঠন স্বপ্ন সমাজকল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে ১৪ রমজান বৃহস্পতিবার কালধর জামে মসজিদ প্রাঙ্গণে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়!
স্বপ্ন সমাজকল্যাণ ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায়, কালধর ও বকশিওর গ্রামের প্রায় তিন শতাধিক রোজাদার মুসল্লীদের উপস্থিতিতে সম্পন্ন হয় স্বপ্নের অডিয়েন্স মিট আপ ও ইফতার মাহফিল-২৩ ইং.
ফাউন্ডেশনের সভাপতি মুহাম্মদ আমিনুর রহমান’র সভাপতিত্বে ইফতার মাহফিলে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন কালধর নূরানী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল্লাহ রাজী,এবং দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ!
সংগঠনের দায়িত্বশীল হাম্মাদ বিন আব্দুল আউয়াল বলেন, আমাদের স্বপ্ন সমাজ কল্যাণ ফাউন্ডেশন এর উপদেষ্টা, কার্যকরী সদস্য এবং গ্রামের যাহারা যেভাবে সহযোগিতা করেছেন সবার প্রতি আমরা কৃতজ্ঞ, সবাইকে আল্লাহ তায়ালা উত্তম বদলা দিবেন!