এস এম উমেদ আলী//
দিরাই-শাল্লার গ্রামীণ অবকাঠামো ও শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছি।পারিবারিক ঐতিহ্য অনুযায়ী ছোট বেলা থেকেই আর্ত-মানবতার সেবায় নিজেকে নিয়োজিত রেখেছি।এলাকার সাধারণ মানুষের আপদ-বিপদে অকৃত্রিম বন্ধু হিসেবে পাশে দাঁড়িয়েছি।রাজনীতির ময়দানে নামতে হয়েছে মানুষের সেবা করার জন্য, বিশেষ করে দিরাই শাল্লায় গ্রামীণ অবকাঠামো রাস্তা ঘাটের বেহাল দশা,এ যেন দেখার কেউ নেই,সারাদেশে উন্নয়নের হাওয়া লাগলে ও দিরাই শাল্লা কেন উন্নয়ন থেকে বঞ্চিত? সময় এসেছে জনগনের চিন্তা ভাবনা করার,জনগণের সাথে সম্পৃক্ত নেতা কেই জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করতে হবে।গতকাল দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ৪তলা ভবন নির্মানের জায়গা পরিদর্শন ও হাতিয়া দাখিল মাদরাসায় ভবন নির্মানের জন্য এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন,একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটি সিলেটের সাধারণ সম্পাদক, সিলেটের এডিশনাল পিপি, সিলেট মহানগর আওয়ামিলীগ নেতা অ্যাডভোকেট শামসুল ইসলাম!
তিনি আরো বলেন, আমার স্বপ্ন হল দিরাই শাল্লার সাধারণ মানুষকে বন্যার হাত থেকে রক্ষা। প্রতি বছর বন্যায় এ দুই উপজেলার লোকজন সীমাহীন দুর্দশায় পড়ে। এদেরকে রক্ষায় দীর্ঘ মেয়াদি পরিকল্পনা গ্রহণ করব আমি- যা ইতোপূর্বে কেউই করেন নি।
শিক্ষার দিক থেকে পিছিয়ে গ্রামীণ জনঘোষ্ঠিকে শিক্ষা বিস্তারে কাজ চালিয়ে যাচ্ছি,দিরাই শাল্লাতে স্কুল-মাদ্রাসা আছে। কিন্তু এগুলোকে রি-অ্যাক্টিফাই করতে পারলে শিক্ষার হার তিনগুণ বেড়ে যাবে।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সিলেট এর নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম ও নির্বাহী প্রকৌশল অধিদপ্তর সুনামগঞ্জের মোঃ শামসুল আরেফিন খান,৯নং কুলঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও হাতিয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সভাপতি মোঃ একরার হোসেন একরার!
বক্তব্য রাখেনঃহাতিয়া পীর আকিল শাহ নেছারিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওঃ আবু সাঈদ সৈয়দ,সাজ্জাদুর রহমান,হাতিয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সদস্য মোঃ শাহরিয়ার শামীম, সদস্য মোঃ মহিম উদ্দীন, হাতিয়া প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আখলাক হোসাইন,ইয়াং বাংলা দুবাই শাখার সহ সভাপতি রিপন আহমেদ প্রমুখ!