স্টাফ রিপোর্টার
গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে সারা দেশের ন্যায়ে বিএনপির মানববন্ধন কর্মসূচি পালন করে ঢাকা মহানগর উত্তরের আওতাধীন রামপুরা থানা বিএনপি।এতে আশানুরূপ লোক সমাগম না হওয়া হতাশ তৃণমূলের নেতা কর্মীরা।
শনিবার(১১মার্চ) বেলা ১১ টায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসানের নেতৃত্বে আবুল হোটের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।এসময় বিএনপির অঙ্গসংগঠনের প্রায় দেড় শতাধিক নেতা কর্মী অংশ গ্রহণ করে।
বিএনপি ঢাকা মহানগর উত্তর অফিস সুত্রে জানা যায়,মানববন্ধনের সীমানা নির্ধারণ করা হয় রামপুরা ওভার ব্রীজ থেকে মালিবাগ রেল গেইট পর্যন্ত।কিন্তু মানববন্ধনে লোক সমাগম না হওয়ায় আবুল হোটেলের সামন থেকে ল্যাবএইড হাসপাতালের মধ্যো প্রায় দেড়শো মানুষ নিয়ে মানববন্ধন করে ঢাকা মহানগর উত্তরের রামপুর থানা।
খোঁজ নিয়ে জানা যায়,ঢাকা মহানগর উত্তরের পল্লবী থানা রূপনগর থানা মোহাম্মদপুর থানা শেরেবাংলা নগর থানা তেজগাঁও থানা হাতিরঝিল থানা তেজগাঁও শিল্পাঞ্চল থানা দারুস সালাম থানা ভাটারা বাড্ডা থানা রামপুরা থানা এই সবগুলো থানার স্পট ছিল এই ডিআইটি রোডেই। কোন থানাতেই পর্যাপ্ত পরিমানে লোক সমাগম দেখা যায়নি। তবে উল্লেখযোগ্য হারে সবচেয়ে কম লোকের সমাগম দেখা যায় রামপুরা থানার ব্যানারে মানববন্ধনে। আর সবচেয়ে বেশি লোকের সমাগম দেখা যায় বাড্ডা থানার কর্মসূচিতে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা-কর্মীরা ক্ষোভ প্রকাশ বলেন,কিছু নেতার কারণে আজকের মানববন্ধনে লোক সমাগম হয়নি।তাদের জন সম্পৃক্ততা না থাকার ফলে আজকের আজকের মানববন্ধনে উপস্থিতি কম।হাই কমান্ড বিষয়গুলো খেয়াল করবেন আশা করি।আগামী আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেয়ার জন্য ত্যাগি নেতাকর্মী সব সময় ভূমিকা রেখেছে ভবিষ্যতেও রাখবে।