এস এম উমেদ আলী//
দিরাই উপজেলা জমিয়তের কর্মী সম্মেলনে প্রধান অতিথি’র বক্তব্যে কেন্দ্রীয় জমিয়তের সিনিয়র সহ-সভাপতি জননেতা আল্লামা উবায়দুল্লাহ ফারুক তিনি বলেন, দেশ ও জাতি আজ চরম সংকটময় সময় অতিক্রম করছে, দেশের মানুষের কথা বলার বাক-স্বাধীনতা হরণ করে রাখা হয়েছে, এই সরকার ব্যর্থ সরকার, জনগণের কাছে তাদের কোন গ্রহণযোগ্যতা নেই, যার ধরুন তারা নির্বাচন দেয়না, আমরা তাদেরকে বলছি: যেন তারা অনতিবিলম্বে তত্ববধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন দেয়!
কেন্দ্রীয় জমিয়তের যুগ্ম-মহাসচিব, দিরাই শাল্লার মাটিও মানুষের নেতা জননেতা ডক্টর মাওলানা শোয়াইব আহমদ বলেন: অবহেলিত এই দিরাই শাল্লার মানুষের বিবেক কে জাগ্রত করতে হবে, বসন্তের কোকিলদের বাদ দিয়ে যারা এই মাটি ও মানুষের জন্য নিবেদিত প্রান তাদেরকে নির্বাচিত করতে হবে। তবেই দিরাই-শাল্লার উন্নয়ন সম্ভব।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ দিরাই উপজেলা জমিয়তের কর্মী সমাবেশ আজ ১৮ই ফেব্রুয়ারী শনিবার দিরাই থানা পয়েন্টে অনুষ্ঠিত হয়!
দিরাই উপজেলা জমিয়তের উপদেষ্টা মাওলানা হুসাইন আহমদ, শায়েখ মাওলানা তাহির আহমদ ও মাওলানা আব্দুল কাদির ও শাখা সভাপতি মাওলানা মুহিউদ্দীন কাসেমীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা মুখতার হোসেন চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা আবিদুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জমিয়তের সিনিয়র সহ- সভাপতি জননেতা আল্লামা উবায়দুল্লাহ ফারুক,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জমিয়তের যুগ্ম-মহাসচিব জননেতা ডক্টর মাওলানা শোয়াইব আহমদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জমিয়তের সহ-সভাপতি শায়েখ মাওলানা আব্দুল বছির, যুগ্ম-মহাসচিব জননেতা মাওলানা লোকমান মাজহারী, অর্থ সম্পাদক জননেতা মুফতি জাকির হোসাইন কাসেমী, সহ-সাংগঠনিক সম্পাদক জননেতা মুফতি নাছির উদ্দীন খান, প্রচার সম্পাদক জননেতা মাওলানা জয়নাল আবেদীন, সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমদ, জেলা ছাত্র জমিয়ত সভাপতি ছাত্রনেতা ওবায়দুল হক চৌধুরী প্রমুখ!
আরো বক্তব্য রাখেনঃসাধারণ সম্পাদক ছাত্রনেতা সৈয়দ হাবিব ছালেহ, সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা সুহাইল আহমদ ইয়াহইয়া, দিরাই উপজেলা যুব জমিয়ত সভাপতি মাওলানা মোহাম্মদ মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ রাজী, ছাত্র জমিয়ত সভাপতি জিয়াউল করিম, সাধারণ সম্পাদক আস’আদ আহমদ, সাংগঠনিক সম্পাদক কয়েছ আহমদ তালুকদার, পৌর ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক খলিলুর রহমান ছাদী প্রমুখ!
কর্মী সমাবেশে উপস্থিত ছিলেনঃ দিরাই উপজেলা জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত নেতৃবৃন্দ!