মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০১:৫২ পূর্বাহ্ন
হেডলাইনঃ
হেডলাইনঃ
ভোরের কাগজ এর দিরাই প্রতিনিধি হিসাবে নিয়োগ পেলেন জাকারিয়া হোসেন জোসেফ প্রানের সিলেটের তৃতীয় বারে ও সভাপতি নির্বাচিত হলেন দিরাইয়ের সাব্বির খান দিরাইয়ে তুফানখালী বাঁধ পরিদর্শনে এড. শামসুল ইসলাম; অনিয়মকারীদের শাস্তির আওতায় আনা হবে দিরাই শাল্লার শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছেন- এড.শামসুল ইসলাম দিরাইয়ে ASD এর জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ব্রজেন্দ্রগঞ্জ স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ঢাকা মহানগর উত্তর বিএনপির মানববন্ধনে নেই লোক সমাগম বিশ্বনাথ সরকারি কলেজ উত্তাল : শংকুর অপসারণ দাবিতে শিক্ষার্থীদের প্রতিবাদ হাওর রক্ষা বাঁধে গাফিলতি হলে আইনের আওতায় আনা হবে- এড.শামসুল ইসলাম ভাটিপাড়া ইউনিয়ন চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

দিরাই’র কুলঞ্জ গ্রামে পতিত জমি উদ্ধার ও মিথ্যা মামলা প্রত্যাহারে দাবিতে মানববন্ধন

সংবাদকর্মীর নাম / ১৩৫ Time View
Update : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩, ১:২১ অপরাহ্ন
  • Print
  •  

    স্টাফ রিপোর্টারঃ

    সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের কুলঞ্জ গ্রামের জালাল উদ্দীন চৌধুরী ডনেল কর্তৃক গ্রামের পতিত জমি জবর দখল এবং গ্রামবাসীর ওপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বুধবার কুলঞ্জ গ্রামের মাঠে মানববন্ধন করে গ্রামবাসী।

    নজরুল ইসলাম চৌধুরী সাবান মিয়ার সভাপতিত্বে ও সিপার সামস চৌধুরী মাফির পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন দিরাই উপজেলার ৯নং কুলঞ্জ ইউনিয়নের কুনঞ্জ গ্রামের বর্তমান মেম্বার মাহবুব চৌধুরী, আলাউর রাহমান তালুকদার, সেলিম আহমদ চৌধুরী, আবু সালেহ চৌধুরী, মিজান চৌধুরী , সুহেল সামস চৌধুরী, আব্দুস শহীদ চৌধুরী, সাবেক ইউপি সদস্য মাসুদ মিয়া তালুকদার, লুদু মিয়া চৌধুরী, শামীম চৌধুরী, ফয়সল চৌধুরী, জাকারিয়া চৌধুরী,খালেদ চৌধুরী,জসিম উদ্দিন তালুকদার প্রমুখ!

    বক্তারা বলেন, ২০০৮ সালে কুলঞ্জ গ্রামের সবাই মিটিং করে এ সিদ্ধান্ত হয় যে,গ্রামের পতিত জমি যাদের নামে রেকর্ড হয়েছে, গ্রামের সবার স্বার্থে সকল জায়গা ফেরত দিতে হবে। সে সভায় ডনেল চৌধুরী নিজে উপস্থিত ছিলেন। আমরা কুলঞ্জ ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট অরগানাইজেশন ইউকের নেতৃবৃন্দ এবং গ্রামের সকল মিলে অনেক পতিত জমি দখল মুক্ত করেছি, সে অভিযানে ডনেল নিজে ও উপস্থিত ছিলেন । এখন তার দখলে থাকা জমি দখল মুক্ত করতে গেলে সে গ্রামবাসী কে বাধা দেয়। এতে ব্যর্থ হয়ে গ্রামবাসীর বিরুদ্ধে মাননীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও দিরাই থানায় মিথ্যা মামলা দায়ের করে । এখনো তার দখলে প্রায় ২০ একর জমি আছে । আমরা প্রশাসনের কাছে আবেদন করছি সঠিক তদন্তের মাধ্যমে জমি উদ্ধার করে ভূমি খোরদের হাত থেকে গ্রামবাসীর পতিত জায়গা উদ্ধার করবেন ।আজকের শীতের সকালে হাজারো গ্রামবাসীর বিভিন্ন শ্রেণি পেশার জনগনের উপস্থিতি প্রমান করে ভূমিদস্যু ডনেলের বিরুদ্ধে গ্রামবাসী ঐক্যবদ্ধ । যদি মিথ্যা মামলা প্রত্যাহার না করা হয় তাহলে আমরা আরও কঠোর কর্মসূচি দিব!

    এসময়ে উপস্থিত ছিলেন, আসাদ চৌধুরী, জুনেদ চৌধুরী, আলী হোসেন তালুকদার, আবুবসর তালুকদার সহ কুলঞ্জ ডেভেলাম্পমেন্ট অর্গানাইজেশন ইউকের নেতৃবৃন্দ গ্রামের অন্তত পাঁচ শতাধিক বিভিন্ন পেশার জনগন।


    আপনার মতামত লিখুন :

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    More News Of This Category
    এক ক্লিকে বিভাগের খবর