মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০২:০৯ পূর্বাহ্ন
হেডলাইনঃ
হেডলাইনঃ
ভোরের কাগজ এর দিরাই প্রতিনিধি হিসাবে নিয়োগ পেলেন জাকারিয়া হোসেন জোসেফ প্রানের সিলেটের তৃতীয় বারে ও সভাপতি নির্বাচিত হলেন দিরাইয়ের সাব্বির খান দিরাইয়ে তুফানখালী বাঁধ পরিদর্শনে এড. শামসুল ইসলাম; অনিয়মকারীদের শাস্তির আওতায় আনা হবে দিরাই শাল্লার শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছেন- এড.শামসুল ইসলাম দিরাইয়ে ASD এর জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ব্রজেন্দ্রগঞ্জ স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ঢাকা মহানগর উত্তর বিএনপির মানববন্ধনে নেই লোক সমাগম বিশ্বনাথ সরকারি কলেজ উত্তাল : শংকুর অপসারণ দাবিতে শিক্ষার্থীদের প্রতিবাদ হাওর রক্ষা বাঁধে গাফিলতি হলে আইনের আওতায় আনা হবে- এড.শামসুল ইসলাম ভাটিপাড়া ইউনিয়ন চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

দোয়ারাবাজারে জোরপূর্বক জমি দখলের অভিযোগ

সংবাদকর্মীর নাম / ৮৩ Time View
Update : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩, ১:৩৮ অপরাহ্ন
  • Print
  •  

    দোয়ারাবাজার প্রতিনিধি//

     

    সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ঘরুয়া এলাকায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ এনে থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মো.আংগুর মিয়া। বুধবার (৮ ফেব্রুয়ারী ) সকালে থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি।

    অভিযুক্তরা হলেন—উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ঘরুয়া গ্রামের মৃত মতিছির আলীর পুত্র আল আমিন, পূর্ব ঘিলাতলী গ্রামের সানুর আলীর স্ত্রী জমিলা বেগম,ঘরুয়া গ্রামের মৃত শুকুর আলীর পুত্র জহুর আলী,আব্দুল গণি মুন্সির পুত্র জমির হোসেন ও মৃত ওয়াব আলীর পুত্র আবু বকর।

    অভিযোগে তিনি জানান, আমার দাদী সোনাবান বিবি
    দোয়ারাবাজার থানার ঘরুয়া মৌজার জেএলনং-১৯,খতিয়ান-৪৬,দাগনং-১০৮,৯২,১০৪,১০৭ নং দাগে ২৬ শতাংশ মৌরসী সম্পতি।ভূমির পরিমান ২৬ শতক আমন রকম মৌহালী ভূমি। উক্ত আমার দাদী সোনাবান বিবি মালিক হইয়া ভোগদখল থাকা অবস্থান গত ৫০ বছর পূর্বে মারা যায়। আমি তখন ছোট ছিলাম। আমি বয়স হওয়ার প আমি ঢাকা কাজে চলিয়া যাই। বিবাদীগন আমাদেরকে না বলিয়া সুকৌশলে আমার মৌরসী তথশীল বর্ণিত ভূমি ভোগ দখলে আছে। বিবাদীগনকে আমার তফশীল বর্নিত ভূমি বুঝাইয়া দেওয়ার জন্য বলিলে বিবানীগন আমাকে কোন সুউত্তর না দিয়া আমাকে তক্ষশীল বর্ণিত ভূমি বুঝাইয়া দিবে দিচ্ছি বলিয়া সময় ক্ষেপন করিতে থাকে। উক্ত তক্ষশীল বর্ণিত বিষয় নিয়া বিবাদীগনের সাথে বিরোধ চলিয়া আসিতেছে। বিবাদীগন আমার মৌরসী তক্ষশীল বর্ণিত ভূমি জোর পূর্বক দখল করিলে আমি বিবাদীগনকে বাধা নিষেধ দিলে বিবাদীগন আমাকে গালিগালাজ করিয়া হুমকি দিয়া আসিতে থাকে।

    মঙ্গলবার(৭ ফেব্রুয়ারী) সকাল অনুমান ১০.০০ ঘটিকার দোয়ারাবাজার থানাধীন ০১নং বাংলাবাজার ইউপিস্থ পৰুৱা সাকিনস্থ আমার তফশীল বর্ণিত মৌরসী ভূমি দাবি করিলে বিবানীগন আমার তক্ষশীল বর্ণিত ভূমিতে কাজে বাধাঁ দিলে বিবাদীগন আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকিলে আমি বিবাদীগনের গালিগালাজ প্রতিবাদ করিলে বিবাদীগন বিবাদীগন উত্তেজিত হইয়া উঠে। এক পর্যার্থে বিবাদীগন লাঠি সোঠা নিয়া আমাকে মারপিট খুন খারাপি করার জন্য উদ্যত হইলে ঐ সময় আশপাশ পাড়া প্রতিবেশী সহ পথচারী লোকজন ঘটনাটি দেখিয়া ঘটনাস্থলে আসিয়া বিবাদীগনকে মারমুখী হইতে বারন করে আমাকে ও আমার পরিবারের লোকজনকে প্রান রক্ষা করে। বিবাদীগন আমাকে ও আমার পরিবারের লোকজনকে প্রকাশ্য শাঁসাইয়া বলে যে, আমার মৌরসী তফশীল বর্ণিত ভূমিতে কাজে বাধা দিলে আমাদেরকে প্রানে মারিয়া ফেলিবে। বিবাদীগনের এহেন আচরনের ধারনা হইতেছে আমি মৌরসী ভূমিতে বিবাদীগনকে কাজ করিতে বাধাঁ দিলে উক্ত বিষয়কে কেন্দ্র করিয়া বিবাদীগন কর্তৃক আমাদের সহিত দাঙ্গা হাঙ্গামা ও খুন খারাপি আইন শৃংখলা বিঘ্নিত জনক ঘটনা ঘটা সহ আমাদের জান মালের ক্ষতি সাধনের সমূহ আশংকা রহিয়াছে।

    মামলার তদন্তকারী কর্মকর্তা দোয়ারাবাজার থানার এএসআই সুমন দেব জানান, একটি অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


    আপনার মতামত লিখুন :

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    More News Of This Category
    এক ক্লিকে বিভাগের খবর