মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০১:২৫ পূর্বাহ্ন
হেডলাইনঃ
হেডলাইনঃ
ভোরের কাগজ এর দিরাই প্রতিনিধি হিসাবে নিয়োগ পেলেন জাকারিয়া হোসেন জোসেফ প্রানের সিলেটের তৃতীয় বারে ও সভাপতি নির্বাচিত হলেন দিরাইয়ের সাব্বির খান দিরাইয়ে তুফানখালী বাঁধ পরিদর্শনে এড. শামসুল ইসলাম; অনিয়মকারীদের শাস্তির আওতায় আনা হবে দিরাই শাল্লার শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছেন- এড.শামসুল ইসলাম দিরাইয়ে ASD এর জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ব্রজেন্দ্রগঞ্জ স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ঢাকা মহানগর উত্তর বিএনপির মানববন্ধনে নেই লোক সমাগম বিশ্বনাথ সরকারি কলেজ উত্তাল : শংকুর অপসারণ দাবিতে শিক্ষার্থীদের প্রতিবাদ হাওর রক্ষা বাঁধে গাফিলতি হলে আইনের আওতায় আনা হবে- এড.শামসুল ইসলাম ভাটিপাড়া ইউনিয়ন চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

তিস্তার চরে ভুট্টার বাম্পার ফলন তামাকের পরিবর্তে ভুট্টা আবাদে আগ্রহ বেশি কৃষকরা

সংবাদকর্মীর নাম / ৮৬ Time View
Update : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩, ১২:০৬ অপরাহ্ন
  • Print
  •  

    মোঃমশিয়ার রহমান, নীলফামারী প্রতিনিধিঃ

    তিস্তার চরে ফসল ফলিয়ে পাল্টে যাচ্ছে চরবাসিদের জীবন চিত্র। একসময়ের অনাহারে – অর্ধাহারে দিন পার করা মানুষগুলো এখন আর কষ্টের বানী শুনান না। তারা প্রশিক্ষণের মাধ্যমে শ্রমদিয়ে চাষাবাদ করে স্বাবলম্বী হচ্ছেন। নীলফামারীর জলঢাকায় তিস্তার ধুধু বালুচরে ভুট্টার আবাদে যেন সবুজের সমারোহ। তামাকের পরিবর্তে বিভিন্ন জাতের ভূট্টার আবাদে বেশি আগ্রহ হয়েছেন কৃষকরা। এবছর ভুট্টার ব্যাম্পার ফলনের আশায় কৃষকরা দিনরাত পরিশ্রম করছেন। উপজেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে আবাদ হয়েছে ভুট্টা। তিস্তা নদীর বালুচর ছাড়াও জলঢাকা পৌর এলাকাসহ উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী, শৌলমারী, কৈমারী, খুটামারা, বালাগ্রাম, গোলনা, মীরগঞ্জ শিমুলবাড়ী ও ধর্মপাল ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলগুলোতে ব্যাপকভাবে ভুট্টার আবাদ করছেন কৃষকরা। আবহাওয়া অনুকুলে থাকলে এবারে ভুট্টার ফলনে বিপ্লব ঘটবে, এমনটাই প্রত্যাশা উপজেলা কৃষি অধিদপ্তরের। স্থানীয় ভাবে ভুট্টা চাষিরা জলঢাকায় ভুট্টা সংরক্ষণ কেন্দ্রের পাশাপাশি ভুট্টা প্রক্রিয়াজাত কারখানা চালু করা দাবি করেছেন। ৭ফেব্রুয়ারী(মঙ্গলবার) সরেজমিনে গোলমুন্ডার হলদি বাড়ী চরে গেলে, কৃষক সাদেকুল ইসলাম ও আব্দুল জব্বার জানায়, ভুট্টা প্রক্রিয়াজাত কারখানা চালু করা হলে স্থানীয় বাজারগুলোতে ভুট্টার দাম নিশ্চিত হওয়ার পাশাপাশি এলাকার কর্মহীন মানুষদের কর্মসংস্থান সৃষ্টি হতে পারে। উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, চলতি মৌসুমে ২ হাজার ২ শত ৪৫ হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা সুমন আহম্মেদ জানান, এবারে আবহাওয়া অনুকুলে থাকার কারণে অন্যবছরের তুলনায় ভূট্টার আবাদে কোন পোকার আক্রমণ না থাকায় বাম্পার ফলনের আশা করা যাচ্ছে। কৃষক রুহুল আমিন জানায়, গতবছর যে জমিগুলোতে তামাক আবাদ করেছিলাম সে জমিগুলোতে এবার তাকের পরিবর্তে ভুট্টা লাগিয়েছি। সবমিলিয়ে ৪বিঘা জমিতে ভুট্টা আবাদ করছি সময়মতো সার ও পানি দেয়ার ফলে ফলন ভাল হয়েছে। আশার করছি বিঘা, প্রতি ২৫ থেকে ২৭ মণ, এমনকি তারও বেশি ফলন হতে পারে এমনটাই আশা করা যায়। তবে বাজার মূলটা ভাল পাওয়া গেলে আগামীতে সব জমিতেই ভূট্টা লাগাবো। তিস্তা পাড়ের কৃষক আলিমুল কৃষকদের ও মাজেদা বেগম জানায়, আগে বছরের পর বছর ধরে এসব জমি পড়ে থাকতো। বিভিন্ন এনজিও সংস্থা এবং কৃষি অফিস থেকে আমাদের প্রশিক্ষণ দেওয়ার এখন এই পরে থাকা জমিগুলোতেই গম, ভূট্টা, ধান, মিষ্টি কুমড়া ও শাকসবজি সহ নানান ধরনের ফসল তুলতে পারছি। একসময়ে তিস্তা পাড়ের মানুষেরা অনাহারে – অর্ধাহারে থাকতো। কচুমিচু খেয়ে দিনপার করতো তারা। এখন পালটে গেছে তাদের সে জীবন চিত্র। প্রশিক্ষণের মাধ্যমে তিস্তার বুকচিরে ফসল তুলে নিজেদের চাহিদা পুরণ করে বিক্রি করছে দেশের বিভিন্ন প্রান্তে। এতে করে স্বাবলম্বীও হচ্ছেন তারা।


    আপনার মতামত লিখুন :

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    More News Of This Category
    এক ক্লিকে বিভাগের খবর